নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সার্বিক কার্যক্রমে সাংবাদিকদের পরামর্শ গ্রহণ এবং তাদের সহযোগিতা কামনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতির আদেশপ্রাপ্ত মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস্) মো. আল-আমিন হোসাইন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট মোহাম্মদ হাছান চৌধুরী কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
আপনার মন্তব্য করুন