নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পল্লবকে (২৭) গ্রেফতার করেছে র্যাব। তিনি মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার ভোরে কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকা থেকে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদের ওপর হামলা সংক্রান্ত মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, গত ৫ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে পল্লবের নেতৃত্বে অন্য আসামিরা দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মিঠামইন বাজারের ফার্মেসি রোডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করে।
এ ঘটনায় গত ১৬ আগস্ট এমরান হোসেন জেরি নৌশাদ বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার পল্লব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারের পর তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।