হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে বেসরকারি এমপিওভুক্ত সকল স্তরের শিক্ষক কর্মচারীর চাকুরী জাতীয়করণ ও শিক্ষাক্ষেত্রে বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এমপিওভুক্ত স্কুল ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দ।
মানববন্ধন শেষে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডলের কাছে চাকুরী জাতীয়করণসহ বিভিন্ন দাবী সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ওমর ফারুক, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফাজুর রহমান খান, শিক্ষক নেতা মো. আফাজ উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম ও রাজীব মাহমুদ।