হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মণ্ডলের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ–আল– সোহান, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, সাবেক মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টুটুল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আমিনুল হক, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল হক, উপজেলা ইসলামী আন্দোলনের সহ–সভাপতি হাফেজ কারিমুল্লাহ, পল্লী বিদ্যুতের ডিজিএম সোহেল রানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, উপজেলা জামায়াতে ইসলামীর সহ–সেক্রেটারি মো. রহমত আলী, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আশিকুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হোসেনপুর উপজেলায় ১৩ টি সার্বজনীন ও ১টি ব্যক্তিগত দুর্গামণ্ডপে পূজার প্রস্তুতি চলছে।