ঢাকাবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মহানবীকে (সা.) কটুক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

প্রতিবেদক
-
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ভারতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি এবং বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে জমায়েত হন। পরে সেখান থেকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

বিক্ষোভ মিছিল শেষে আবারো শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে সমাবেশ করেন। সমাবেশে শিক্ষার্থী  মো. ফয়সাল প্রিন্স বলেন, ভারতের একজন পণ্ডিত আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করেছেন এবং বিজেপি নেতা সেটাকে সমর্থন করেছেন। ভারতীয় পণ্ডিতের কটুক্তি এবং বিজেপি নেতার সমর্থনের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শহরের বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে স্বতস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে। আমাদের ধর্ম আমাদেরকে কাউকে কটুক্তি করতে শিক্ষা দেয়নি। এক ধর্ম আরেক ধর্মকে এভাবে কটুক্তি করার শিক্ষা দেয় না। যারা মহানবীকে নিয়ে কটুক্তি করেছেন এবং যারা এটাকে সমর্থন করেছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন শাহরিয়ার হোসেন সম্রাট, মৃত্তিক হাসান, বাইজিদ বোস্তামী, মো. জয়, মামুন মিয়া, আনান শরীফ, মো. ইমরান, সাইফুল্লাহ তারিফ, নেওয়াজ আজিম, মিনহাজুল ইসলাম, সামিত হাসান, মো. ফারদিন প্রমুখ।

আপনার মন্তব্য করুন