ঢাকাThursday , 26 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে সাংবাদিক আতাউস সামাদ ও রুহুল আমিন গাজীর স্মরণসভা

প্রতিবেদক
-
September 26, 2024 10:28 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: এক যুগ আগে প্রয়াত বরেণ্য সাংবাদিক আতাউস সামাদ ও সদ্য প্রয়াত সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভোরের আলো সাহিত্য আসর কার্যালয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট স্মরণসভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি শফিক কবীর। আলোচনায় অংশ নেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. রেজাউল হাবিব রেজা, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছিদ্দিক হোসাইন, কিশোরগঞ্জ উত্তরণ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শফিউল আলম, অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের সহসভাপতি আমিনুল হক সাদী, যুগ্ম সম্পাদক মো. আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আলী রেজা সুমন, করিমগঞ্জ উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান, সদস্য মো. জাহাঙ্গীর শাহ বাদশাহ, মো. মনির হোসেন, সংগঠক মো. লুৎফুল কবীর, অনুজ কুমার দেবনাথ, দন্তচিকিৎসক মো. হিরা মিয়া প্রমুখ।

আলোচনা শেষে সাংবাদিক আতাউস সামাদ ও রুহুল  আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনায়  মোনাজাত করা হয়।

সভা সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান।

আপনার মন্তব্য করুন