নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেফতার করেছে র্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদের ওপর হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে রশিদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব জানায়, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১২ টার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলসহ অন্যান্য আসামীরা রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা করে। এতে সুজন মিয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয় এবং আরো অনেকেই গুরুতর আহত হয়।
এ বিষয়ে সুজন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় গত ৯ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে আসামিদেরকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে।
র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
মামলার অপর আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।