ঢাকাFriday , 27 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে পিকআপের চাপায় নারী নিহত

প্রতিবেদক
-
September 27, 2024 10:31 pm
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে পিকআপের চাপায় এক নারী নিহত হয়েছেন।

নিহত আফরোজা সুলতানা রুপা (৩০) কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি (বাগেরবাড়ি) গ্রামের চন্দন মিয়ার স্ত্রী। তিনি চার সন্তানের জননী।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের শিমুলতলা এলকায় দুর্ঘটনাটি ঘটে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, আফরোজা সুলতানা রুপা শিমুলতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জগামী দ্রুত গতির একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘটনার পর স্থানীয় জনতা পিকআপটির গতিরোধ করলে ড্রাইভার পিকআপ রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

আপনার মন্তব্য করুন