পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, উপজেলা উলামা দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক প্যানেল মেয়র আ. মোমেন কদ্দুস প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা এবং কিছু দাবি পেশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে।