ঢাকাWednesday , 2 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা গ্রেফতার

প্রতিবেদক
-
October 2, 2024 12:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজলসহ পাঁচ নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার গভীর রাতে এবং বুধবার সকালে নিজ নিজ বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্য চারজন হলেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাছুম।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

দুপুরে তাদেরকে কিশোরগঞ্জ-১ নম্বর আদালতে হাজির করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র দুজনের জামিন মঞ্জুর করে অন্য তিনজনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। জামিনপ্রাপ্ত দুজন হলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাছুম।

আপনার মন্তব্য করুন