নিজস্ব প্রতিবেদক: এনটিভির বার্তা সম্পাদক ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক সীমান্ত খোকনের মৃত্যুতে কিশোরগঞ্জে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জাতীয় সাংবাদিক সংস্থা ও ভোরের আলো সাহিত্য আসর থানামার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শোকসভার আয়োজন করে।
ভোরের আলো সাহিত্য আসরের সিনিয়র সহ সভাপতি কবি ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোতাহের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিউনেশন পত্রিকার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক আলম সারওয়ার টিটু।
সভায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এ মতিন আকন্দ, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবিব রেজা, বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, ঢাকা টাইমস পত্রিকার প্রতিনিধি আমিনুল হক সাদী, দৈনিক মানবকন্ঠ পত্রিকার করিমগঞ্জ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লব, দৈনিক সংবাদচিত্র পত্রিকার প্রতিনিধি মো. মাহফুজুল হক খান (জিকু), অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মো. মনজুরুল হক, কালের নতুন সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. খায়রুল ইসলাম, ভোরের আলো সাহিত্য আসরের সাংগঠনিক সম্পাদক শিল্পী জহিরুল হাসান রুবেল, আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক কবি হিরন আকন্দ, কবি মাহফুজুর রহমান, জাতীয় বাউল সমিতির সদস্য মো. কবির হোসেন, কবি ও লেখক মো. মাহদী হাসান, ইব্রাহীম খলিল, কবি মো. আজহারুল ইসলাম, মো. জনি মিয়া, দন্ত চিকিৎসক মো. হিরা মিয়া প্রমুখ।
আলোচকরা প্রয়াত সীমান্ত খোকনকে কিশোরগঞ্জের গর্বিত সন্তান বলে আখ্যায়িত করেন। তার মৃত্যুতে একজন প্রথিতযশা সাংবাদিক হারালো বলে উল্লেখ করেন। আলোচকগণ তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
সভা সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা (নূর ইসলাম) কিশোরগঞ্জ জেলা ইউনিট এর সভাপতি শফিক কবীর।