নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে ১০ কেজি গাঁজাসহ আতিকুর রহমান রনি (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার রাত সোয়া ১০ টার দিকে কমলপুর (গাছতলাঘাট) এলাকায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি কিশোরগঞ্জ পৌরসভার আখড়াবাজার এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কমলপুর (গাছতলাঘাট) এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় ১৬ কেজি গাঁজাসহ আতিকুর রহমান রনিকে গ্রেফতার করা হয়।
র্যাবের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে ভৈরব থানায় মামলা দিয়ে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য করুন