পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: দৈনিক গণমুক্তি পত্রিকার পাকুন্দিয়া উপজেলা সংবাদদাতা কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দেওয়ান আলী হোসেন সুজন এর পিতা লক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. সুরুজ উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার বিকাল সাড়ে ৬ টায় নিজ বাড়ি লক্ষীয়া গ্রামের মোড়লবাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১০ টায় লক্ষীয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার ও সাধারণ সম্পাদক আ.ন.ম তানভীর হায়দার ভূঁঞা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।