নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার আসামি মুরাদকে (৩২) গ্রেফতার করা হয়েছে। তিনি ভৈরবের কমলপুর মধ্যপাড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভৈরবের কমলপুর মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প ও ভৈরব থানা পুলিশের যৌথ একটি দল।
র্যাব সূত্র জানায়, গত ১৯ জুলাই বিকাল ৪টার দিকে ভৈরবের কমলপুর এলাকায় মুরাদসহ অন্যান্যরা রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেলসহ বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলের ওপর হামলা করে। এ ব্যাপারে আলম সরকার বাদী হয়ে গত ২৭ আগস্ট ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান র্যাবের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ।।
পরে তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।