ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম (২৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার শ্রীনগর উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
ইব্রাহিম শ্রীনগর উত্তরপাড়া গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, সন্ধ্যায় নিজ বাড়ির বিদ্যুতের সার্ভিস লাইনের তার বিচ্ছিন্ন হয়ে গেলে ইব্রাহিম নিজেই হুক দিয়ে লাইনের তার লাগাচ্ছিলেন। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
আপনার মন্তব্য করুন