নিজস্ব প্রতিবেদক: শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কিশোরগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারটি উপজেলার অন্তত ১০টি পূজামন্ডপ পরিদর্শন করেন তারা।
জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণের নেতৃত্বে জেলা কমিটির ৮ সদস্যের প্রতিনিধিদল পূজামণ্ডপ পরিদর্শন করেন।
উদীচীর প্রতিনিধিদলের সদস্যরা প্রথমে যান হোসেনপুর উপজেলায়। উপজেলা পূজা উদযাপনের সভাপতি অমল চন্দ্র দেব জগাই ও কিশোরগঞ্জ জেলা জাতীয় হিন্দু মহাজোটের আহ্বায়ক সঞ্জিত চন্দ্র শীলকে সঙ্গে নিয়ে নরসিংহ জিউর আখড়া, শ্রী শ্রী কেন্দ্রীয় কালীমন্দির, কুলেশ্বরী দেবালয়সহ বিভিন্ন মণ্ডপে যান। সেখান থেকে যান পাকুন্দিয়ায়। বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি দিলিপ রবিদাসকে সঙ্গে নিয়ে পাগলনাথ আশ্রম, মঠখোলা কালীমন্দিরসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। পরে যান কটিয়াদী উপজেলার সাহাপাড়া যুব সংঘের মন্দির, চড়িয়াকোণা স্বনির্ভর বাজার মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে। কটিয়াদীতে সঙ্গে ছিলেন সুধাবিন্দু সূত্রধর ও রাজীব কুমার সরকার। নেতৃবৃন্দ পরে বাজিতপুরের তমালতলা মন্দিরসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে তাদের সঙ্গে ছিলেন উদীচী জাতীয় পরিষদ সদস্য বেনু কুমার দাস ও বাজিতপুর উপজেলা উদীচীর সভাপতি নাছিমা রহমান।
পূজামণ্ডপ পরিদর্শনে জেলা উদীচীর আরো যারা ছিলেন তারা হলেন জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খান, বর্তমান কমিটির সহ সভাপতি আব্দুল ওয়াহাব, সহ সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, সদস্য রনজিত সরকার, কবি শাহজাহান কবির, কবি বাবুল রেজা ও শিক্ষক মহিতোষ দাস।
জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ জানান, দেশের বিদ্যমান অস্থিরতাসহ নানা কারণে হিন্দুধর্মের অনুসারীরা আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছেন। তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন তারা নির্বিঘ্নে এবং উৎসবের আমেজে করতে পারেন, সে জন্যই উদীচীর পক্ষ থেকে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।