ঢাকাThursday , 17 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

আগস্ট বিপ্লবের ঐক্যকে আরও সংহত করতে হবে : মামুনুল হক

প্রতিবেদক
-
October 17, 2024 9:14 pm
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, পরাজিত শক্তি বসে নেই। তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। বিদেশি শক্তি দেশবিরোধী চক্রের সহযোগিতা নিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তাই বাংলাদেশবিরোধী স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদ এবং তার দোসরদের বিরুদ্ধে  আগস্ট বিপ্লবের ঐক্যকে আরও সংহত করতে হবে। এজন্য ফ্যাসিবাদবিরোধী সকল দলমতের প্রতি উদাত্ত আহবান জানিয়ে তিনি বলেন, এখনই আমাদের পারস্পরিক প্রতিযোগিতা এবং পারস্পরিক বিরোধে লিপ্ত হওয়ার সময় হয়নি। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার, এলডিপি, এবি পার্টিসহ সকলকে বলবো আমাদের পারস্পরিক প্রতিযোগিতা করার সময় এখনো অনেক বাকি আছে। এখন আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পরের বিরুদ্ধে সকল ধরণের প্রতিযোগিতামূলক কার্যক্রম বন্ধ করে ঐক্য এবং সংহতিকে মজবুত করতে হবে

বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার হাজী আসমত সরকারি কলেজ মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি

এই বাংলাদেশ সেই ফ্যাসিস্টদেরকে আর কোনদিন রাজনীতি করার সুযোগ দিতে চায় না উল্লেখ করে তিনি বলেন, শহীদের রক্তের দাগ শুকানোর আগেই যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছে, তাদেরকে খুঁজে বের করে ফ্যাসিস্টদের দোসর হিসেবে বিচার করতে হবে। বিচার করতে যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়, তবে জনতার আদালতে তাদেরকে জবাবদিহি করতে হবে। 

তিনি বলেন, শেখ হাসিনা তার আওয়ামী লীগ বিগত ১৬ বছর বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে। দেশকে ধ্বংস করার রাজনীতি করেছে। এজন্যই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে দেশকে তলাবিহীন ঝুরিতে পরিণত করেছে। আমার দেশের যুবকেরা সারা পৃথিবীতে রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করে। মাথার ঘাম পায়ে ফেলে তারা দেশের সমৃদ্ধির জন্য বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠায়। আর সেই মুদ্রা পাচার করে শেখ হাসিনার মন্ত্রীরা বিদেশে বেগমপাড়া করে। আওয়ামী লীগ উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে উল্লেখ করে তিনি পাচার করা অর্থ ফিরিয়ে এনে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। 

মামুনুল হক বলেন, শেখ হাসিনা ভারতীয় বিভিন্ন কোম্পানির সঙ্গে অবৈধ চুক্তি করে একতরফা স্বার্থ দিয়ে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আরেকটি রাষ্ট্রের করতলগত করার পাঁয়তারা চালিয়েছিলেন। শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয়, বরং তার কাছে বেশি আনন্দের বিষয় ছিল তিলকধারী মুখ্যমন্ত্রী হওয়া। যারা এখনো স্বপ্ন দেখছে সীমান্ত পাড়ি দিয়ে দাদাবাবুদের দেশে গিয়ে নিরাপদে খেয়ে দেয়ে আখের গোছাবেন, তারা বাংলাদেশের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টি করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চালাচ্ছে। সরকারকে আন্তর্জাতিক জনমত তৈরি করে ভারত সরকারের বিরুদ্ধে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের দায়ে আন্তর্জাতিক জনমতকে সংঘটিত করার আহ্বান জানান তিনি। 

বাংলাদেশের হাজারো ছাত্রজনতাকে হত্যার দায়ে শেখ হাসিনাসহ যারা অভিযুক্তদেরকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন, ইতোমধ্যে আদালত থেকে গ্রেফতারি পরোনা জারি হয়েছে। ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির মাধ্যমে শেখ হাসিনাকে ধরে এনে আবু সাঈদ মুগ্ধদের হত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে। 

তৌহিদীর জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদেরকে মনে রাখতে হবে বিজয় অর্জন করা যত না কঠিন, স্বাধীনতা অর্জন করা যত না কঠিন, সেই স্বাধীনতাকে ধরে রাখা বিজয়ের সুফলকে ঘরে তোলার চেয়েও কঠিন। ১৯৭১ সনে লক্ষ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, সেই বিজয়ের কয়েক মাসের মধ্যেই পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূলনীতিগুলোকে শুধুমাত্র একটি প্রেসক্রিপশনের মাধ্যমে  বাংলাদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে মানুষের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানের মূলনীতি হিসেবে স্থাপন করা হয়েছে। একাত্তরের চেতনাকে দুপায়ে দলে বাহাত্তরের নতুন চেতনা তৈরি করা হয়েছিল। ৫০ বছর পর্যন্ত একাত্তরের চেতনার নামে বাংলাদেশের মানুষকে বাহাত্তরের চেতনায় বানাবার চেষ্টা করা হয়েছে

তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ কোনো একক দলের সম্পত্তি নয়। বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব কোনো ব্যক্তির একক কৃতিত্ব নয়। বাংলাদেশের জাতির পিতা কোনো বিতর্কিত একক ব্যক্তি হতে পারে না। সকল অমীমাংসিত বিষয়ের চূড়ান্ত মীমাংসা করতে হবে। যারা ৫০ বছর বাংলাদেশের মানুষের ইতিহাস ঐতিহ্য নিয়ে গাদ্দারি করেছে, যারা মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাই করেছে, পনের বছর পর্যন্ত দেশের সম্পদ লুটপাট করেছে, আমার দেশের হাজার হাজার সন্তানদেরকে হত্যা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ নৌকাকে এদেশের রাজনীতিতে মুসলমানরা বরদাশত করবেনা

খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা মহসিনুল হাসান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য করুন