করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: রাজধানীর রমনায় মৎস্য অধিদপ্তরের প্রশাসনিক শাখা-২ এ কর্মরত আলী হোসেন (৩৫) ডেঙ্গু রোগে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে ৮দিন লাইফ সাপোর্টে থাকাবস্থায় শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা বীর মুক্তিযোদ্ধা হোসেন উদ্দিন এবং চাচাতো ভাই ইয়াসিন আরাফাত।
আলী হোসেন রাজধানীর মহাখালী দক্ষিণপাড়া গুলশান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম আমির উদ্দিনের ছোট ছেলে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের দক্ষিণ নানশ্রী কদমতলী।
তিনি স্ত্রী, এক ছেলে, মা, এক ভাই, পাঁচ বোন, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
শুক্রবার মাগরিবের নামাজের পর নিজ গ্রাম কদমতলীতে নামাজে জানাজা শেষে পারিবারক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আলী হোসেন নিজ বাড়িতে তার পিতার নামে বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন একাডেমি নামে একটি প্রতিষ্ঠান করেছেন।