নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক পক্ষ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে কর্মিসভার মাধ্যমে সংগঠনের জেলা কার্যালয়ে এর উদ্বোধন করা হয়।
“বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী পুরুষের সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর সাংগঠনিক পক্ষ পালন করা হবে জানিয়েছেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। সাংগঠনিক পক্ষের প্রথম দিন নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্য নবায়ন করা হয়।
পক্ষকালের কর্মসূচিতে তৃণমূল শাখায় কর্মিসভা, বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়, তরুণী সভা, সাংগঠনিক প্রশিক্ষণ, মেয়াদোত্তীর্ণ কমিটিতে সম্মেলন, তৃণমূল শাখা ও উপজেলা কমিটি সফর, দলিতদের সঙ্গে মতবিনিময় সভা ও সৃজনশীল কর্মসূচি থাকবে। প্রতিটা কর্মসূচিতে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করা হবে।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিক। স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক আতিয়া হোসেন পক্ষকালের কার্যক্রম সকলকে বুঝিয়ে দেন।
সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার। এতে জেলা কমিটি ও বিভিন্ন তৃণমূল কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।