ঢাকাSaturday , 19 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে পাঁচ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি, গাছপালা

প্রতিবেদক
-
October 19, 2024 3:50 pm
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: হঠাৎ পাঁচ মিনিটের ঝড় শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকা শুক্রবার রাতে হঠাৎ শিলাবৃষ্টিসহ ঝড়ো বাতাস ওই অঞ্চলে আঘাত হানে এতে শতাধিক ঘরবাড়ি গাছপালা ভেঙে গেছে ক্ষতি হয়েছে আমন ফসলেরও

স্থানীয় সুত্রে জানা গেছে, জিনারী সিদলা ইউনিয়নের বেশ কিছু এলাকায় শুক্রবার রাত পৌনে ৮টার দিকে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয় সেই সাথে শিলাবৃষ্টি ঝড়ে ধসে পড়েছে অনেক ঘরবাড়ি, উপড়ে গেছে অনেক গাছপালা বৈদ্যুতিক তার ছিড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমন ফসলেরও ক্ষতি হয়েছে রাস্তায় গাছ পড়ে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে

ঝড়ে নামা জিনারী গ্রামের কেরামত আলীর পুরাতন বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর ছাড়াও বেশ কিছু গাছ ভেঙ্গে গেছে খাঁ পাড়ার আব্দুর রশিদের বসতঘর, গোয়ালঘর, রান্নাঘর ভেঙে গেছে এবং পরিবারের কয়েকজন আহত হয়েছেন গাবরগাঁও গ্রামের জেসমিন আক্তার পুষ্পর রান্নাঘর, গাছপালা, আওয়াল মিয়ার পুরাতন বসতঘরসহ অনেক পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গাবরগাঁও, নামা জিনারী, হলিমা, ডাকরীয়া, বেলতলা, টেকাপাড়াসহ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে

নামা জিনারী গ্রামের শামসুল ইসলাম জানান, পাঁচ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে এলাকা চোখের পলকেই গাছপালা বাড়িঘর ভেঙ্গে গেছে

হাসেনপুর পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাসুদ রানা জানান, জিনারি ইউনিয়নের বিভিন্ন স্থানে রাতে ঝড়ের কারণে পোল ভেঙ্গে গেছে লাইনের উপরে গাছপালা পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এগুলো সচল করার কাজ চলছে

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে। তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য করুন