হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধুলজুরী গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে।
শনিবার (১৯ অক্টোবর) জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে হোসেনপুর উপজেলা বিএনপির সুপারিশে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শনিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে রফিকের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা দেওয়া হয়।
আপনার মন্তব্য করুন