নিজস্ব প্রতিবেদক: “বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী–পুরুষের সমতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জে পেশাজীবী / কর্মজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা মহিলা পরিষদ।
সাংগঠনিক পক্ষ উপলক্ষে শনিবার কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে এ সভা অনষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সুলতানা সাজিদা ইয়াছমিন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।
এ সময় সংগঠনের পরিচিতি উপস্থাপন করে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য লুৎফুন্নেছা চিনু। সাংগঠনিক পক্ষ ও প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার। টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো. আব্দুল জব্বার, সিনিয়র প্রভাষক মো. সাখাওয়াত হোসেন ও রেদুয়ানা আক্তার জেসমিন, প্রভাষক শামীমা আক্তার জাহান, প্রভাষক শিলা আক্তার, মো. আজিজুর রহমান, মো. আল মামুন ও কনক চন্দ্র বিশ্বাস।
সভা সঞ্চালনা করেন জেলা মহিলা পরিষদের তরুণী সদস্য ফারহানা রশিদ ইরিন।