নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ৩২ জন। সিভিল সার্জন কার্যালয় থেকে রবিবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ছাড়পত্র দেওয়া হয়েছে ২৪ জন রোগীকে।
চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯১ জন। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৩৩৫ জন রোগীকে।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, জেলার ছয়টি হাসপাতালে বর্তমানে ৫৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৭ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।
জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান সিভিল সার্জন।