ঢাকাWednesday , 23 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিবেদক
-
October 23, 2024 4:09 pm
Link Copied!

আদালত প্রতিবেদক: কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. হামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. নুরুল ইসলাম (৫০) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের দামপাটুলী গ্রামের কাছুম আলীর ছেলে। সরকার পক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) জীবন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৭ মার্চ সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার দামপাটুলী গ্রামের একটি ধানখেতের পাশের ডোবা থেকে অজ্ঞাত নারীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

পরদিন পুলিশ বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করে।

মামলাটি তদন্তের সময় পুলিশ নিহত মীনা বেগমের স্বামী নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে স্ত্রী হত্যার দায় স্বীকার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করলে সেখানেও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন তিনি।

২০১৫ সালের ৩ জুলাই কিশোরগঞ্জ সদর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক হুমায়ুন কবীর নিহতের স্বামীকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে বুধবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত। এ মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট লুৎফর রশিদ রানা।  

আপনার মন্তব্য করুন