নিজস্ব প্রতিবেদক: জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সম্মেলন বৃহস্পতিবার বিকালে ইসলামী আন্দোলন জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি কফিল উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমাদ।
কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা মুজিবুর রহমান রাঘভী, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কে এম নাজিমুদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা উসমান গনি সিরাজী, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে কে এম নাজিমুদ্দিনকে সভাপতি, মাওলানা আমিনুল হককে সহ-সভাপতি ও হাফেজ মাওলানা মাহমুদুর রহমান তানিমকে সাধারণ সম্পাদক করে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুর রহমান তানিম।