নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
“বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী-পুরুষের সমতা” এ বিষয়টি সামনে রেখে সাংগঠনিক পক্ষ ২০২৪ এর কর্মসূচির অংশ হিসেবে প্রতিযোগিতার আয়োজন করে মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা।
শুক্রবার বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট ১৬ জন অংশগ্রহণ করে। প্রতি গ্রুপে তিনজন করে ছয়জনকে পুরস্কৃত করা হয়।
মডারেটরের দায়িত্ব পালন করেন মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।
বিচারকের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত সহ- সাধারণ সম্পাদক এডভোকেট প্রতিভা শীল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার ও আবৃত্তিকার বাছিরুল আমিন।
আপনার মন্তব্য করুন