করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা আবু সাদাৎ মো. সায়েমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলার আসামি হিসেবে শনিবার দুপুরে জাফরাবাদ ইউনিয়নের কাইকুরদিয়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
করিমগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাদাৎ মো. সায়েম আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন।
আপনার মন্তব্য করুন