অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রামে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার পুরাতন ইউএনও কার্যালয় চত্বরে আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল।
উপজেলা যুবদলের সদস্য সচিব আলী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি. এম মোশাররফ উদ্দিন হালিম, সোয়াব মিয়া, এম. আর. সি রানা, উপজেলা ছাত্রদলের সভাপতি তিতুমীর হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক তফসির প্রমুখ।
সভা সঞ্চালনা করেন উপজেলা যুবনেতা এস. এস. এম জাবেদ।
আলোচনা শেষে দরিদ্র রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।