নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে সংগঠকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী–পুরুষের সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিকালে সদর উপজেলার বিন্নগাঁও পাড়া কমিটির সাধারণ সম্পাদক সাথী সাহার বাসায় প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে মডারেটরের দায়িত্ব পালন করেন মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট শংকরী রানী সাহা।
গঠনতন্ত্র ও বাস্তব কাজের ধারা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। সংগঠনের লক্ষ্য–উদ্দেশ্য ও মূলনীতির বিষয় উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) কামরুন্নাহার এবং সংগঠনের ঘোষণাপত্র বিষয় তুলে ধরেন জেলা কমিটির সদস্য এডভোকেট হামিদা বেগম।
অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত সাংগঠনিক প্রশিক্ষণে গাইটাল, আলোরমেলা, নগুয়া, বত্রিশ, খড়মপট্টি, রথখলা, বিন্নগাঁও, পুরানথানা, শ্যামলী রোড শাখার প্রতিনিধি ও জেলা কমিটির সদস্যসহ ২৮ জন উপস্থিত ছিলেন। এরমধ্যে তরুণী সদস্য ছিলেন তিনজন।
এ সময় নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের কাজ করেন তরুণী ফাইজা জামান।