পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকালে পাকুন্দিয়া বাজার পাটমহালে বিনামূল্যে চিকিৎসা সেবা, দুস্থদের আর্থিক সাহায্য প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. জালাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, আব্দুস সাত্তার, হাবিবুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এস. এম মিনহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন।
আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, মোস্তফা কামাল জুয়েল, আমিনুল হক জজ, মো. খুর্শিদ উদ্দিন, মো. আমির খসরু, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ।
কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন ।