ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবের শিমুলকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান বাবুল গ্রেফতার

প্রতিবেদক
-
অক্টোবর ২৮, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়াকে (৫২) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে ভৈরবের হাজী আসমত আলী কলেজের সামনের একটি চায়ের স্টল থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় ভৈরব থানায় দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, গত ১৯ জুলাই বিকাল ৪টার দিকে ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণমিছিল বের হয়। কতিপয় দুস্কৃতিকারী গণমিছিলে হামলা করে এবং এতে বেশ কয়েকজন আহত হয়

ঘটনায় গত ২৭ আগস্ট আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। বাবুল মিয়া এ মামলার এজাহারভূক্ত আসামি।

র‌্যাব ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়

এ মামলার অন্য আসামীদেরকে গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য করুন