নিজস্ব প্রতিবেদক: পারিবারিক ভ্রমণের ছদ্মবেশে ট্রলি ও ট্রাভেলিং ব্যাগে করে গাঁজা নিয়ে যাবার সময় চারজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার চারজন হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাঘবাড়ি গ্রামের বাবুল মিয়ার ছেলে শামিম মিয়া (৩৫), হবিগঞ্জ জেলা সদরের আনোয়ারপুর শ্মশানঘাট এলাকার বাদল মিয়ার স্ত্রী ঝর্না আক্তার ওরফে পারভিন (৩৫), নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কুলমুণ্ডা ইউনিয়নের তিলাই গ্রামের আসাদ উল্লাহর ছেলে তরিকুল ইসলাম (৩১) ও তাদের সঙ্গে থাকা ১৪ বছর বয়সী এক শিশু।
র্যাব সূত্র জানায়, করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়নের বালিখলা সিএনজি স্ট্যান্ডে সন্দেহজনকভাবে চারজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে এবং তাদের সঙ্গে থাকা ট্রলি ও ট্রাভেলিং ব্যাগের ভিতর থেকে সাড়ে ২৯ কেজি গাঁজা, নগদ ৯ হাজার ১৪০ টাকা ও পাঁচটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
র্যাবের ভারপ্র্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানান, তারা পারিবারিক ভ্রমণের ছদ্মবেশে অভিনব কায়দায় ট্রলি ও ট্রাভেলিং ব্যাগের মধ্যে গাঁজা বহন করছিল । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হবিগঞ্জ জেলা থেকে গাঁজা সংগ্রহ করে পাইকারি বিক্রির জন্য গাজীপুর জেলার কোণাবাড়ি এলাকায় নিয়ে যাচ্ছিল বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।