নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ১৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব। সোমবার রাত পৌনে ৯টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, র্যাবের দলটি সোমবার রফিকুল ইসলাম মহিলা কলেজ রোডস্থ ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন মাদক ব্যবসায়ী মদ রেখে পালিয়ে যায়। তারা হলেন ভৈরবপুর উত্তরপাড়ার একটি বাসার ভাড়াটিয়া আমজাদ মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৩০) ও ভৈরবের গাছতলাঘাট এলাকার আসাদ মিয়ার ছেলে দুঃখ মিয়া (৪৫)।
পরে ভাড়াটিয়া দুঃখ মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ১৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মন্তব্য করুন