নিজস্ব প্রতিবেদক: “বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী–পুরুষের সমতা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ-২০২৪ উদযাপন করা হয়েছে।
১৮–৩১ অক্টোবর দেশের সকল জেলায় উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি উদযাপন করা হয়।
মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৮ অক্টোবর কর্মিসভার মাধ্যমে সাংগঠনিক পক্ষের শুভ উদ্বোধন করা হয়। জেলা কার্যালয়ে উদ্বোধনী সভায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতিদিন কার্যক্রম চলে।
৩১ অক্টোবর জেলা কার্যালয়ে সাংগঠনিক পক্ষ ২০২৪ এর সমাপনী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিক।
স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক আতিয়া হোসেন পক্ষকালের কার্যক্রমে জেলা থেকে তৃণমূল পর্যন্ত কর্মীদের অক্লান্ত পরিশ্রমে সাংগঠনিক পক্ষ সফল হওয়ায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার পক্ষকালে বাস্তবায়িত কর্মসূচি উপস্থাপন করেন। সাংগঠনিক পক্ষের অভিজ্ঞতা তুলে করেন জেলা ও তৃণমুল শাখার নেতৃবৃন্দ ।
সভাপতি এডভোকেট মায়া ভৌমিক সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাংগঠনিক পক্ষ ২০২৪ এর সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, পক্ষকালব্যাপী কর্মসূচির মধ্যে কর্মিসভা, পাড়া সম্মেলন, দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ, শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, উদ্বুদ্ধকরণ সভা, উঠান বৈঠক, মতবিনিময় সভা, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।