পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। রবিবার বেলা ১২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে মঠখোলা নতুন বাজার এলাকায়।
নিহত দুজন হলেন পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চর খামা গ্রামের কামালের ছেলে পলাশ (১৮) ও একই গ্রামের আসাদের ছেলে রিহাদ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু পলাশ ও রিহাদ মোটরসাইকেলে করে মঠখোলা থেকে পাকুন্দিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। মঠখোলা নতুন বাজার এলাকায় রেইন্ট্রি গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন পলাশ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রিহাদকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন ঘটনার সততা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন