বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে ইসলামী আন্দোলনের মানববন্ধনে সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় ইসলামী আন্দোলনের বাজিতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিকসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
নিরীহ মানুষকে মামলার আসামি দিয়ে হয়রানীর প্রতিবাদে সোমবার সকাল ১০ টায় বাজিতপুর বাঁশমহালে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন বাজিতপুর উপজেলা শাখা।
মানববন্ধন চলাকালে একদল সন্ত্রাসী অতর্কিতে হামলা করে বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ। হামলায় ইসলামী আন্দোলন বাজিতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সেলিম হায়দারসহ সংগঠনের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এতে স্থানীয় সাংবাদিক আবুল হোসেন ও সাব্বির আহমদ মানিক আহত হন।
ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার জানান, বাজিতপুরে নিরীহ মানুষকে মামলার আসামি দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়। এতে ইসলামী আন্দোলন বাজিতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দুজন সাংবাদিকসহ অন্তত সাতজনকে আহত হয়েছেন।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা তাৎক্ষণিক বাজিতপুর বাঁশমহালে মানববন্ধন করেন। তারা হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।