ঢাকাMonday , 4 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ইউপি চেয়ারম্যানসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
November 4, 2024 5:11 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে ইউপি চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার ভৈরবের পৃথক দুটি স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার দুজন হলেন ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শহীদুল্লাহ কায়সার (৫৪) ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল ইসলাম রাব্বি ওরফে আফরান রাব্বি (৩০)

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গত ১৯ জুলাই ভৈরব সদরসহ লক্ষ্মীপুর ও কমলপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে হামলা হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

হামলার ঘটনায় মামুন মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে সোমবার বেলা পৌনে ১২টার দিকে ভৈরবের বিসিক শিল্পনগরীর সামনে থেকে গজারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ কায়সারকে এবং দুপুর সোয়া ২টার দিকে চণ্ডিবের এলাকা থেকে ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম রাব্বীকে গ্রেফতার করে।

ভৈরব র‌্যাব ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, গ্রেপ্তার দুজনকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য করুন