নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিনকে (৫৯) গ্রেফতার করেছে র্যাব। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে যশোদল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা হয়। এতে অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় কামরুল ইসলাম বাদী হয়ে গত ১৬ অক্টোবর কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলার আসামি হিসেবে র্যাব তাকে গ্রেফতার করে। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য করুন