বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করে নির্বাচন ঘোষণার দাবিতে কিশোরগঞ্জের বাজিপুরে মিছিল ও পথসভা করেছে রাষ্ট্রসংস্কার আন্দোলন। সোমবার বিকালে বাজিতপুর উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি হরিসভার মোড় থেকে শুরু হয়ে বাজিতপুর বাজার প্রদক্ষিণ করে। এ সময় পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, রাষ্ট্রসংস্কার আন্দোলন বিগত ৪/৫ বছর যাবত শুধু সরকার পরিবর্তন নয়, শাসনতন্ত্র পরিবর্তনের দাবিতেও আন্দোলন করে আসছে।
তারা আরো বলেন, ১৯৭০ সালে এ দেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করলেও ব্রিটিশ উপনিবেশিক আইন দিয়েই এ দেশ শাসিত হয়ে আসছে। ফলে বার বার স্বৈরাচার জন্ম নিয়েছে। ১৯৯০ সালেও এ দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু তিন জোটের রূপরেখা অনুযায়ী শাসনতান্রিক কাঠামোর পরিবর্তন হয়নি।
তারা আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সন্তানদের রক্তের ফসল। সংবিধান সংস্কার না হলে আমাদের সন্তানরা হেরে যাবে। আমরা আমাদের সন্তানদের ব্যর্থতা দেখতে চাইনা। এই সরকার আমাদের সরকার। সরকারকে সহযোগিতা করতে প্রয়োজনে আমাদের সন্তানদের নিয়ে সংস্কারমঞ্চ গড়ে তোলা হবে।
পথসভায় বক্তব্য রাখেন রাষ্ট্রসংস্কার আন্দোলন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মাস্টার হরিপদ দাস নান্টু, বাজিতপুর উপজেলা কমিটির আহ্বায়ক শামসুল হক কাজল, সদস্য সচিব জহিরুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন খান, নির্বাহী কমিটির সদস্য মো. মাসুম প্রমুখ।