নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘পদক্ষেপ’ এর আয়োজনে মঙ্গলবার কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়।
এর মাধ্যমে তরুণ ছাত্র–ছাত্রীদের রক্তদানে উৎসাহ প্রদান করা হয়। বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রায় এক হাজার ছাত্র–নাগরিকের রক্তের গ্রুপ নির্ণয় করে সংগঠনটি।
পদক্ষেপ এর আহ্বায়ক জহিরুল ইসলাম আরিফ এর ব্যবস্থাপনায় ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক সাদিক আহমাদ, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, সদস্য আতিকুর রহমান মুজাহিদ, মুজাহিদুল হক নৌশেল, মোহাম্মদ জিসান, কাউছার আহমাদ প্রমুখ।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুফতি জোবায়ের আহমাদ ও মাওলানা ওয়ালিউল্লাহ।
উপদেষ্টা পরিষদের সদস্য আশরাফ আলী সোহান বলেন, সমাজের বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে সেই চিন্তা থেকেই মূলত পদক্ষেপ এর আত্মপ্রকাশ। রক্তদান, বৃক্ষরোপণ, ছাত্রদের পড়ালেখায় সহায়তা, ছিন্নমূল নিয়ে কার্যক্রমও এর আওতাভুক্ত বলে জানান তিনি।