নিজস্ব প্রতিবেদক: প্রশাসনের লোক বলে পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করেছে র্যাব। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালীপুর মধ্যপাড়া এলাকায়। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদেরকে আটক করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
আটক তিনজন হলেন ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার মর্তুজা আলীর ছেলে আরিফুল হাসান (২৭), সাগর আহমেদের ছেলে রাকিব আহমেদ ইশান (১৮) ও চণ্ডিবের দক্ষিণপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে নাসির মিয়া (৫১)।
র্যাব সূত্র জানায়, ভৈরবের কালীপুর মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী মো. ইকবাল মিয়াকে গত ২৯ অক্টোবর অজ্ঞাত ব্যক্তির নম্বর থেকে ফোন করে কতিপয় চাঁদাবাজ প্রশাসনের লোক পরিচয় দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। গত ১ নভেম্বর চাঁদাবাজরা টাকার জন্য তার বাসায় যায়। কিন্তু তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখায়। তখন ব্যবসায়ী ভয়ে নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন। পরে গত ২ নভেম্বর চাঁদাবাজরা আবারো ফোন দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তখন ব্যবসায়ী ইকবাল মিয়ার মেয়ে মাহমুদা বেগম বিষয়টি র্যাব-১৪ ভৈরব ক্যাম্পকে অবহিত করেন।
র্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, মঙ্গলবার বিকালে চাঁদাবাজরা আবারো তার বাড়িতে গেলে র্যাবের দলটি দ্রুত সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
এ ঘটনায় ঐ ব্যবসায়ীর মেয়ে মাহমুদা বেগম বাদী হয়ে আটক চাঁদাবাজদের বিরুদ্ধে ভৈরব থানায় এজাহার দায়ের করলে তাদেরকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।