নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কামাল হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রঘুনন্দনপুর বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকরা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, গত ৪ আগস্ট দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ সদর শহরের খড়মপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা হয়। এতে অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় সাজ্জাদ হোসেন বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে।
র্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, গ্রেফতার কামাল হোসেন এ মামলার এজাহারভুক্ত আসামি। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।