ঢাকাThursday , 7 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
-
November 7, 2024 3:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের বাদেশ্রীরামপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গ্রামের চারশতাধিক কৃষক-কিষাণী অংশগ্রহণ করেন।

আমন ধানের বালাই ব্যবস্থাপনা, সরিষা আবাদ বৃদ্ধি, উচ্চমূল্য রবিশস্য আবাদ, বাণিজ্যিক কৃষি ও অন্যান্য আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

করিমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মুকশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. শাহীনূল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে ভোজ্যতেলের চাহিদা পূরণে বিদেশের ওপর নির্ভরশীলতা কমাতে কৃষককে সরিষা চাষে মনযোগী হওয়ার তাগিদ দেন। তিনি বলেন, সরিষার আবাদ বাড়িয়ে ভোজ্যতেলের ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরশীলতা ৪০ থেকে ৫০ ভাগ কমিয়ে আনা সম্ভব। 

অতীতের দিনগুলোর কথা স্মরণ করিয়ে এই কর্মকর্তা আরও বলেন, একটা সময়ে সরিষার তেলই দেশের মানুষের প্রধান ভোজ্যতেল ছিল। সবাই তখন সরিষার তেল ব্যবহার করতো। ঐ সময়টাতে মানুষের এত রোগবালাই ছিলনা। এখন মানবদেহে নানা রোগবালাই দেখা দিচ্ছে। তাই রোগবালাই রোধে সরিষার ব্যবহার এবং আবাদ বাড়াতে হবে। 

সমাবেশে অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) ইমরুল কায়েস, করিমগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. মর্জিনা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিফাত আলম জনি, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আজিজুল মতিন, সিনিয়র সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, স্থানীয় বিভিন্ন কৃষক-কিষাণী, ব্লকের উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন