ঢাকাTuesday , 10 August 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নতুন করে ১০৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

প্রতিবেদক
-
August 10, 2021 11:31 pm
Link Copied!

অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে নতুন করে (মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত) ১০৯ জনের করোনা শনাক্ত এবং ২ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৬৬০ জন। আর এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৮৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫৭ জন, হোসেনপুরে ৭ জন, করিমগঞ্জে ২ জন, তাড়াইলে ২ জন, পাকুন্দিয়ায় ১ জন, কটিয়াদীতে ২ জন, কুলিয়ারচরে ৩ জন, ভৈরবে ২৬ জন, নিকলীতে ৫ জন, মিঠামইনে ১ জন ও অষ্টগ্রামে ৩ জন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান মঙ্গলবার রাত ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান ৪, ৫, ৬, ৭ ও ৯ আগস্ট (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ৯ আগস্ট বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৮২ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকে ৫ জন, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৩, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনসহ মোট ১৯৪ জনের রেপিড এন্টিজেন ও জিন এক্সপার্ট টেস্টে ৪১ জনের করোনার উপসর্গ পাওয়া গেছে।

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৭ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন। করোনায় আক্রান্ত হয়ে এ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২ জন। কিশোরগঞ্জ সদর উপজেলার ৮৫ বছর বয়সী একজন পুরুষ ও বাজিতপুর উপজেলার ৭০ বছর বয়সী একজন পুরুষ গত সোমবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১৮৪ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১ জন। এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ২৭৩ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ২০৩ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৯৭৯ জন, হোসেনপুরে ২৫১ জন, করিমগঞ্জে ৪৪ জন, তাড়াইলে ৫০ জন, পাকুন্দিয়ায় ২৬৬ জন, কটিয়াদীতে ৫৪২ জন, কুলিয়ারচরে ৬৬ জন, ভৈরবে ৬৫৮ জন, নিকলীতে ৫৫ জন, বাজিতপুরে ১৭৭ জন, ইটনায় ৩১ জন, মিঠামইনে ৩০ জন ও অষ্টগ্রামে ৫৪ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ১৫৩ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৫০ জন।

গত ২৪ ঘন্টায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ২১ হাজার ১৪৫ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৩ লক্ষ ৬২ হাজার ১০৩ জন। গত ২৪ ঘন্টায় সাইনোফার্মের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৪ হাজার ৬১৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ৫২৫ জনকে। একই সময়ে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে ৬৫০ জনকে। গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ১ লক্ষ ৫৯ হাজার ৮৭১ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৪ হাজার ৬৪৭ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৩ হাজার ৫৬৯ জন।

আপনার মন্তব্য করুন