হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: মাথাগোঁজার মতো ঠাঁই ছিলনা সোহরাব উদ্দিনের। খাওয়া পরাই যেখানে নিশ্চয়তা নেই, সেখানে মাথাগোঁজা ছিল তার জন্য বিলাসিতা। কোনোরকমে চলছিল জীবন।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বাগপাড়া গ্রামের বাসিন্দা সোহরাব উদ্দিন।
তার অসহায়ত্বের কথা শুনে পাশে এসে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘রক্তের বন্ধনে শাহেদল’। সোহরাব উদ্দিনকে একটি ঘর উপহার দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (৮ অক্টোবর) বিকালে সোহরাব উদ্দিনের কাছে ঘর হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ উদ্দিন, মাওলানা সৈয়দুজ্জামান, মানিক মিয়া, রক্তের বন্ধনে শাহেদল এর এডমিন জুয়েল মিয়া, এডমিন আরমান হোসেন শুভ, মডারেটর টিআর তানিম প্রমুখ।
ইউপি চেয়ারম্যান ফিরুজ উদ্দিন বলেন, আমি তরুণদের এগিয়ে আসাকে সাধুবাদ জানাই এবং তাদের হাত ধরে এলাকায় আরো ভালো কিছু হোক।