কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে আল আমিন (১৫) নামে এক অটোচালকের হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা গ্রামের একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আল আমিন তাড়াইল উপজেলার ভেরনতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
আল আমিনের বড় ভাই রুবেল মিয়া জানান, রবিবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় সে। বিকালে তার বড় বোনের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আল আমিনের। প্রতিদিন সন্ধ্যার দিকে অটো নিয়ে বাড়িতে ফিরতো সে। রবিবার রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। সোমবার সকালে বিভিন্নজনের কাছ থেকে খবর পেয়ে ধানখেতে গিয়ে আল আমিনের লাশ শনাক্ত করেন তিনি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশাটি নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।