নিজস্ব প্রতিবেদক: মার্কাজ মসজিদ মুক্ত করাসহ বিভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন তাবলীগ জামাতের মাওলানা সাদ অনুসারীরা।
সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কোনরূপ যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ (দা.বা.) বাংলাদেশে আসতে পারছেননা। বিগত সাত বছর যাবত কোরআন ও হাদিসের আলোকে তার মূল্যবান বক্তব্য থেকে বঞ্চিত হচ্ছেন তার অনুসারীরা। তারা আরো উল্লেখ করেন, মাওলানা সাদ ইতোপূর্বে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করতেন। বাধাহীনভাবে সারা বিশ্বে তাবলীগের কাজে সফর করে চলেছেন তিনি। এ বছর মাওলানা সাদ যেন বাংলাদেশে আসতে পারেন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান তারা।
তারা আরো অভিযোগ করেন, তাবলীগের মূলধারার সাথীদেরকে মসজিদের দাওয়াতের কাজ বন্ধ করার জন্য অপর একটি অংশ মারপিট, হত্যা ও জুলুম-নির্যাতন এবং কুৎসা রটনা ও অপপ্রচার চালাচ্ছে। যা ইসলামের শরিয়ত, দেশের সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লংঘন বলে উল্লেখ করেন তারা। তারা বাধাহীনভাবে তাবলীগ জামাতের কাজ পরিচালনা করা এবং জোরপূর্বক কিশোরগঞ্জ জেলা মার্কাজ মসজিদসহ দেশের সকল মার্কাজ মসজিদ মুক্ত করার আদেশ জারির দাবি জানান।
এ সময় মাওলানা মো. আজিমু্দ্দিন, মো. শফিকুল ইসলাম, মো. শামছুল হুদা, মো. আবুল কাশেম, এডভোকেট মো. সাইফুল ইসলাম, প্রফেসর বুরহান উদ্দীন আহম্মদসহ কয়েকশ অনুসারী উপস্থিত ছিলেন।