নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে অটোচালক আল আমিন (১৫) হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে তাড়াইল উপজেলার পং পাচিহা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র্যাব–১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেফতার শাহিন মিয়া (২৩) তাড়াইল উপজেলার পং পাচিহা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত সোমবার কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা গ্রামের একটি ধানখেত থেকে আল আমিনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। আল আমিন তাড়াইল উপজেলার ভেরনতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
ঘটনার আগেরদিন সকালে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা ৬টার দিকে মোবাইল ফোনে তার বড় বোনের সঙ্গে কথা হয়। ভাড়া নিয়ে নান্দাইল উপজেলার সুনামগঞ্জ বাজারে রয়েছে বলে সে বোনকে জানায়। এর পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলনা। পরদিন সকালে লোকমুখে খবর পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার পাঁচধা গ্রামের একটি ধান খেতে তার গলাকাটা লাশ শনাক্ত করেন পরিবারের লোকজন।
এ ঘটনায় গত মঙ্গলবার নিহত আল আমিনের বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, মামলা দায়ের করার ২৪ ঘন্টার মধ্যে র্যাব শাহিন মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। এ মামলায় জড়িত অন্যদেরকে গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।