নিউজ একুশে ডেস্ক: ময়মনসিংহে নেশাজাতীয় ইনজেকশনসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত সাতটার দিকে ময়মনসিংহ মহানগরীর রামবাবু রোড এলাকায় অভিযানটি চালায় র্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের একটি দল।
গ্রেফতার দুজন হলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৭ নং ওয়ার্ডের হরিকিশোর রায় রোড এলাকার মৃত বাবুল আহম্মেদের স্ত্রী দিলরুবা সুলতানা (৪৯) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত রাজীব উদ্দিনের ছেলে হারেজ উদ্দিন (৫৭)।
র্যাব সূত্র জানায়, বুধবার রাত সাতটার দিকে র্যাবের দলটি ময়মনসিংহ মহানগরীর রামবাবু রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ফুটপাতে অস্বাভাবিকভাবে চলাফেরা করার সময় দুজনকে জিজ্ঞাসাবাদ করে র্যাব। একপর্যায়ে তাদের কাছে নেশাজাতীয় (বুপ্রিনরপাইন) ইনজেকশন রয়েছে বলে স্বীকার করেন তারা। পরে তাদের কাছ থেকে ৪৭০ টি নেশাজাতীয় ইনজেকশন ও তিনটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। জব্দ করা ইনজেকশনের আনুমানিক মূল্য ৯৪ হাজার টাকা।
র্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন দীর্ঘদিন যাবত নেশাজাতীয় মাদকদ্রব্য কেনা বেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।
এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।