ঢাকাFriday , 15 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
November 15, 2024 11:44 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতার দুজন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার  বৌলাই ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুলাইমান মিয়া (৩৫) বৌলাই ইউনয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কচ্চু মিয়া ওরফে খসরু  (৩৮)

র‌্যাব সূত্র জানায়, গত ৪ আস্ট দুপুরে কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর সাজ্জাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর  থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, গ্রেফতার দুজন এ মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়।

মামলার অপর আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য করুন